• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

বর্ষায় চোখের সংক্রমণ এড়াতে যেসব খাবার খাবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০৪:৪৭ পিএম
বর্ষায় চোখের সংক্রমণ এড়াতে যেসব খাবার খাবেন

অন্যান্য সংক্রমণের পাশাপাশি বর্ষায় চোখের সংক্রমণও হতে পারে। চিকিৎসকেরা বলছেন, বর্ষার আবহাওয়ায় বাতাসে ভাইরাসের পরিমাণ বেড়ে যায়। সারাক্ষণই একটা অস্বস্তি অনুভূত হতে থাকে। 
স্পর্শকাতর ত্বক বা চোখের ক্ষেত্রে এ ধরনের লক্ষণগুলো বেশি দেখা যায়। 

তবে শরীর আর্দ্র রাখার পাশাপাশি চোখেরও যদি আর্দ্রতা বজায় রাখা যায়, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা কিছুটা হলেও এড়িয়ে চলা যায়। এমন কিছু খাবার রয়েছে, যেগুলো খেলে চোখের স্বাস্থ্য উন্নত হয়।

চোখের ওপর স্বচ্ছ তরল পদার্থের আস্তরণের পরিমাণ বৃদ্ধি করতে খাবার তালিকায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রাখা জরুরি। এই যৌগটি চোখের ‘মেইবোনিয়ান’ গ্রন্থির তৈলাক্ত পদার্থের উৎপাদন স্বাভাবিক রাখতে সাহায্য করে।

তাই প্রতি দিন ডিম, সামুদ্রিক মাছ, বিভিন্ন রকম বাদাম, বিভিন্ন রকম বীজ খান। যে সব খাবারে ভিটামিন এ রয়েছে, তা-ও খাওয়া যেতে পারে। যেমন গাজর, মিষ্টি আলু, পালং শাক, কুমড়া খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

আবহাওয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে পরিরোধ গড়ে তুলতে ভিটামিন এ এবং ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া উচিত। ব্রকোলি, বেল পেপার এবং কমলালেবুর মতো ভিটামিন সি যুক্ত খাবার খেতে পারলে ভালো।

Link copied!