মুক্তি । কুমার দীপ
ছেলেবেলায় ওটাকে ‘গণ্ডগোলের বছর’ হিসেবে জেনেছি;কেউ বলতেন ‘হুড়ো-তাড়া’র একাত্তর; সেকথাও মেনেছি।‘রাজাকার’ শব্দটা কখনও শুনেছি বটে, কারো কারো মুখেকিন্তু, ঘৃণার থুতু’রা তখনও জমতে শেখেনি কোনো দুখে, তবু, মা যখন ‘মুক্তিফৌজ’ বলতেন; পিঠে মাটির দেয়ালসেই ছেলেবেলাতেই, ছোট্ট চোখে করেছি কতকটা খেয়াল ‘মুক্তি’ শব্দটা উচ্চারণের মুহূর্তেই তাঁর মুখের গোলাপেসেই মেঘকালো আষাঢ়েই, অচেনা কোন ভালোবাসার