দাবানলের পর ভেসে উঠল লক্ষাধিক মৃত মাছ
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে নদীতে ভেসে উঠেছে এক লাখের বেশি মৃত মাছ। স্থানীয় উপজাতিরা দাবি করছেন, দাবানলের কারণেই এমনটি হয়েছে।করুক আদিবাসীরা এক বিবৃতিতে জানান, শুক্রবার ক্যালিফোর্নিয়ার হ্যাপি ক্যাম্পের কাছে ক্লামাথ নদীর মূল অববাহিকার কাছে বিভিন্ন প্রজাতির অসংখ্য মৃত মাছ দেখতে পান তারা।ঠিক কী কারণে এসব মাছের মৃত্যু ঘটছে