• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

পদ হারালেন বিএনপির আরেক নেতা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৮:৪৪ পিএম
পদ হারালেন বিএনপির আরেক নেতা
বিএনপির লোগো। গ্রাফিক্স : সংবাদ প্রকাশ

দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরেক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (২৯ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য মো. আশরাফ হোসেন আলিমকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাই দলের গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়েরর পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

আগামী ৮ মে উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। উপজেলার প্রথম ধাপের নির্বাচনে অংশ নেওয়ায় মোট ৭৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। ওই নেতারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যদিও এর মধ্যে নির্বাচনে গিয়ে নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট থেকে সরে দাঁড়ানোর জন্য মেহেরপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য রোমানা আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। রোমানা ছাড়াও আরও কয়েকজন ক্ষমা চেয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে আবেদন করেছেন বলে জানা গেছে।

Link copied!