বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ১৯৫৫ মার্সিডিজ-বেঞ্জ ৩০০
ব্যয়বহুল গাড়ির জগতে এতদিন ধরে রাজত্ব করে এসেছে ফেরারি। তবে এবার সেই রেকর্ড ভাঙল মার্সিডিজ-বেঞ্জ।সোমবার জার্মানির স্টুটগার্টে মার্সিডিজ-বেঞ্জ যাদুঘরে নিলামে তোলা হয় ১৯৫৫ মার্সিডিজ-বেঞ্জ ৩০০ এসএলআর উহলেনহাউট কুপ গাড়িটি। যার সর্বোচ্চ মূল্য উঠেছে ১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এটি এযাবতকালে নিলামে তোলা সর্বোচ্চ মূল্যের গাড়ি।এর আগে ২০১৩ সালে ১৯৬৩