আবারও মার্ভেলে ফেরা লিভের
মার্ভেলে তাঁর শেষ কাজ ছিল ১৫ বছর আগে। ২০০৮ সালের সেই হিট সিনেমার নাম ছিল ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’। এরপর আর মার্ভেলের সঙ্গে কাজ হয়নি তাঁর। সেই সাড়া জাগানো অভিনেত্রী হলেন লিভ টেলর। তাঁর ভক্তদের জন্য আসছে সুখবর। আবার তিনি ফিরছেন মার্ভেলে। দর্শকরা লিভকে দেখতে পাবেন ‘ক্যাপ্টেন অ্যামেরিকা : নিউ ওয়ার্ল্ড