মাছের ঝুরি কাবাব বানাবেন যেভাবে
মাছ যারা কাঁটার ভয়ে খেতে চান না তাদের জন্য বানিয়ে দিতে পারেন মাছের ঝুরি কাবাব। রেসিপিটা দেখে নিন।যা যা লাগবেমাছের টুকরা- ৫টিপেঁয়াজ মিহি করে কাটা- ১ কাপআদা ও রসুন বাটা- আধা চা চামচ করেকাবাবের গুঁড়া মসলা- দেড় টেবিল চামচলবণ- স্বাদ অনুযায়ীতেল- পরিমাণমতোলেবুর রস- ১ টেবিল চামচকাঁচা মরিচ ফারি করে কাটা-