ভাড়ায় পাওয়া যাচ্ছে প্রেমিক-প্রেমিকা!
পৃথিবীতে কত রকমেরই না সম্পর্ক রয়েছে। সবচেয়ে বেশি চর্চায় থাকে প্রেমের সম্পর্ক। প্রেমের সম্পর্কেরও নানা ধরন থাকে। অসম প্রেমের ক্ষেত্রে চর্চাটা একটু বেশিই হয়। আবার সাধারণ বা স্বাভাবিক প্রেমেরও আয়ুকাল থাকে ভিন্ন। কোনো প্রেমের সম্পর্কে দীর্ঘ সময় থাকে। আবার কোনো প্রেম হয় ক্ষণস্থায়ী। সময়ের সঙ্গে বদলে বদলে যায়, সম্পর্কের পটচিত্র।