সুখী দাম্পত্যের চাবিকাঠি হতে পারে ‘৭৭৭ নীতি’
দাম্পত্যের শুরুতে সবকিছুই প্রাণবন্ত থাকে। নতুন করে নতুন মানুষকে চেনার আনন্দটাই অন্যরকম হয়। একে অপরের সঙ্গ ভালো লাগে। মধুর খুনসুটিতে বছর পেরিয়ে যায়। এরপর সংসারে নতুন সদস্য আসে। তাকে নিয়েই ব্যস্ততা শুরু হয়। বছর খানেক পর দেখা যায়, দাম্পত্যের ভালোবাসায় ভাটা পড়েছে। বহু বছর পরও দাম্পত্যকে প্রাণবন্ত রাখা রীতিমতো চ্যালেঞ্জ।