‘বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান’ উল্টে গেল
একটা সময় আলুর কেজি ছিল ৮-১০ টাকা, চালের দাম ছিল ৩৫-৪০ টাকা। তখন বলা হতো ‘বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান’। চালের বাজারে দামের ধাক্কা সামাল দিতে ২০০৮ সালে এই স্লোগান বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এখন আলু চালকে ছাড়িয়ে গেছে। তারা এখান সমানে-সমানে। কারণ, বাজারে আলুর দাম মাঝারি ও