ঘর সাজাতে বাহারি গাছ
বাগান করতে অনেকেই ভালোবাসে। কিন্তু শহুরে জীবনে ছোট্ট বারান্দায় বাগানের শখ পুরোপুরি মেটাতে পারা যায় না। তাই তো ঘরেই রাখে সবুজের ছোয়া। ঘরের মধ্যে একটু সবুজের ছোঁয়া পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। ঘরের সৌন্দর্য বাড়ার পাশাপাশি এতে মানসিক প্রশান্তিও আসে। বিশেষত বর্ষায় গাছ লাগালে ঘরের ভেতর বাতাসের আর্দ্রতার পরিমাণ কমে যায়।