শখপূরণই হতে পারে দীর্ঘায়ুর অন্যতম শর্ত
সবার জীবনেই শখ থাকে। শৈশব থেকেই বিভিন্ন শখকে আমরা আপন করে নিই। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেসব শখ যেন হারিয়ে যায়। অথচ শৈশবের সেসব পালিত শখই হতে পারে দীর্ঘায়ু লাভের অন্যতম শর্ত। অর্থাৎ বিশেষ একটি শখ বয়স্কদের ক্ষেত্রে দীর্ঘায়ুর কারণ হতে পারে। সাম্প্রতিক একটি গবেষণা এমনই তথ্য জানিয়েছে।
জাপানের ইউনিভার্সিটি