ইন্ডোর প্ল্যান্ট বাঁচাতে যা করবেন
অনেকেই ঘর সাজাতে ইন্ডোর প্ল্যান্ট ব্যবহার করেন। অনেকেই মনে করেন ইন্ডোর প্ল্যান্ট মানেই অল্প দেখভাল করলেই হয়ে যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এমনি গাছের তুলনায় ইন্ডোর প্ল্যান্টের একটু বেশিই যত্ন লাগে। তাই ঘরে থাকা গাছের যত্ন নিতে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখুন— ঘরে আছে বলে নিয়মিত জল দেবেন না, তা কিন্তু নয়।