সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক সৃষ্টি
২০৩০ এবং ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কারা, তা সরকারিভাবে স্থির হবে বুধবার ফিফা কংগ্রেসে ভোটাভুটির মাধ্যমে। যদিও এটা লোকদেখানো ভোটাভুটি। কারণ, এই দুই আসরের আয়োজক হওয়ার জন্য বিড করা একপাক্ষিক।তাতে ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চায় মরক্কো, স্পেন ও পর্তুগাল। এই আসরের জন্য দ্বিতীয় কোনো বিড ছিল না।