স্বাধীনতার জন্য ভয়কে জয় করেছিলাম: রমা
একাত্তরের বীর নারী মুক্তিযোদ্ধা রমা রানী দাস। এক বিকেলে তাঁর বাড়িতে বসেই আলাপ চলে শৈশব, কৈশোর আর মুক্তিযুদ্ধের নানা বিষয় নিয়ে।রমা রানীর বাবা নগেন্দ্রনাথ দাস আর মায়ের নাম অঞ্জলী রানী দাস। বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গৈইলা গ্রামে। দুই ভাই ও দুই বোনের মধ্যে রমা দ্বিতীয়। বাবা ছিলেন পোস্টমাস্টার। বদলির চাকরি