দর্শক ছবিটা শেষে গণহত্যাকে মনে রাখবে: কৃষ্ণেন্দু বোস
বে অব ব্লাড। রক্তের সাগর। একাত্তরে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের চালানো গণহত্যা নিয়ে ভারতীয় স্বাধীন প্রামাণ্য নির্মাতা কৃষ্ণেন্দু বোসের ৯৭ মিনিট দৈর্ঘ্যের নির্মাণ। ছবিটি নিয়ে আগস্টে ঢাকায় এসেছিলেন এই নির্মাতা। মুক্তিযুদ্ধ জাদুঘরসহ বেশ কয়টি ভেন্যুতে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এর মাঝেই ছবিটির ‘নির্মাণযাত্রা’র কথা তিনি ভাগ করেছেন পার্থ সনজয়ের সঙ্গে।প্রামাণ্যচিত্র নির্মাতা