হেরে টেনিসকে বিদায় বললেন সানিয়া মির্জা
টেনিসের সবুজ কোর্টকে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছিলেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। দুবাই হতে যাচ্ছে তার র্যাকেট হাতে শেষ মাঠে নামা- এমনটাই ছিল ঘোষণা।মঙ্গলবার আমেরিকান পার্টনার ম্যাডিসন কিসকে সঙ্গে নিয়ে মাঠে নামেন সানিয়া। সরাসরি সেটে হেরে ডব্লিউটিএ দুবাই ডিউটি ফ্রি চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন গৌরবময় ক্যারিয়ারের অধিকারী সানিয়া।ঠিক