নতুন ফিটনেস কোচের সঙ্গে কাজ শুরু রাদুকানুর
২০২১ সালের ইউএস ওপেন জয়ী ব্রিটিশ নারী টেনিস তারকা এমা রাদুকানু তার নতুন ফিটনেস কোচ জাপানের ইউটাকা নাকামুরার সাথে কাজ শুরু করেছেন। নাকামুরা রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা এবং জাপানের টেনিস তারকা নাওমি ওসাকার ফিটনেস কোচ হিসেবে দারুণ খ্যাতি অর্জন করেন।২২ বছর বয়সী রাদুকানু নতুন মৌসুমের আগে উষ্ণ আবহাওয়ায় প্রশিক্ষণের