প্যারিস প্যারালিম্পিক
নবম সোনার পদক জিতলেন ব্রিটেনের ককরফ্ট
গ্রেট ব্রিটেনের হান্না ককরফ্ট তার ক্যারিয়ারের নবম সোনার পদক জিতেছেন। রোববার তিনি প্যারিস প্যারালিম্পিক আসরে টি-৩৪ ৮০০ মিটার ইভেন্টের ফাইনালে সতীর্থ অ্যাথলেটকে পেছনে ফেলে এই কৃতিত্ব দেখালেন। প্যারিসে অবশ্য এটা তার দ্বিতীয় শিরোপা। এর আগে ১০০ মিটারের ফাইনালেও ককরফ্ট সতীর্থ কার অ্যাডেনেগানকে পরাজিত করে চলতি আসরে প্রথম সোনার পদক লাভ