মাস্ককে বিশ্বের সেরা মানুষ বলছে তার নিজের মালিকানাধীন এআই চ্যাটবট ‘গ্রোক’
ইলন মাস্কের মালিকানাধীন এআই চ্যাটবট 'গ্রোক' দাবি করছে, মাস্কই এই বিশ্বের সেরা মানুষ। সব ধরনের প্রতিযোগিতায় – বুদ্ধিমত্তা, শারীরিক সক্ষমতা এবং এমনকি পিতৃত্বের দিক থেকেও – সবার চেয়ে এগিয়ে মাস্ক। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
তবে, চ্যাটবটটির এমন উত্তরের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব পোস্টের অনেকগুলোই মুছে