শঙ্কিত মননে
বরষা কাঁদালে বলো, শ্রাবণের কী দায়?
মেঘলা মনে কখনো, ভালোবাসা কী হয়?
আকাশে ঘনালে মেঘ, বরষা মুখর হয়;
হঠাৎ উদাসী মন কেন ছোটে অজানায়!
হৃদয় হারালে বলো, প্রেমের কী দায়!
একেলা প্রেম কখনো, ঠিকানা খুঁজে পায়?
মনের গভীরে কেন ওঠে ঢেউ বারে বার
জানি না মানুষ কেন ভালোবাসে বার বার?
শীতল ঝড়ো হাওয়া বহে কি গো নীরবে!
জীবনে আলোছায়া