মেট্রোরেলে নতুন প্রস্তাব
সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (আরএসটিপি) কাজ চলছে। মেট্রোর ছয়টি লাইন নিয়ে নতুন প্রস্তাব থাকছে আরএসটিপিতে। নতুন এলাকা যুক্ত করতে সব মেট্রো লাইনের এক্সটেনশনের পরিকল্পনা করা হয়েছে। তবে নতুন মেট্রো লাইন না করারও প্রস্তাব আসতে পারে আরএসটিপিতে।সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি) প্রকল্প পরিচালক মোহাম্মদ রবিউল আলম বলেন, ‘মেট্রোরেলের সব কটি লাইনেরই