পরিত্যক্ত রেল স্টেশন এখন বিলাসবহুল হোটেল
চলতি বছরের জানুয়ারিতে ফ্রান্সের সীমান্ত ঘেঁষা অ্যাগরন উপত্যকায় একটি বিলাসবহুল হোটেলের উদ্বোধন করেছে বার্সেলো হোটেল গ্রুপ। ১০০ কক্ষের এই হোটেলে রয়েছে ৪টি সুইটও। তুষারাবৃত্ত পিরিনিস পর্বতমালার অসাধারণ দৃশ্যপট নিয়ে দাঁড়িয়ে থাকা এই দৃষ্টিনন্দন হোটেল জানুয়ারিতেই তাদের প্রথম অতিথিকে অভ্যর্থনা জানিয়েছে। এরপরই ভিড় জমেছে পর্যটকদের। এই হোটেলটি একসময় ছিল একটি রেলস্টেশন। যা