বছরে একদিন খোলা থাকে যে মন্দির
ঐতিহাসিক স্থানগুলোর জন্য় বিখ্যাত ভারত। এখানে ধর্মীয়স্থানগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন তাত্পর্য। বৈচিত্রময় এসব স্থানগুলো ভারতকে আরও বিখ্যাত করে তুলেছে। সেই ধারাবাহিকতায় এবার উঠে এসেছে বিশেষ এক মন্দিরের কথা। যা ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত।ভারতের উত্তরাখণ্ডে চামোলি জেলায় অবস্থিত বিশেষ এই মন্দিরটির নাম বংশী নারায়ণ। এই মন্দিরের বিশেষত্ব হলো এর দরজা বছরে একবারই