কিডনির জন্য অশনি সংকেত কী, জেনে নিন
কিডনি হলো মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শিমের মতো দেখতে এবং দেহের রেচনতন্ত্রের অংশ। এর প্রধান কাজ হলো রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ (যেমন ইউরিয়া) বের করা এবং প্রস্রাব তৈরি করা। কিডনি শরীরের তরল ও খনিজ পদার্থের ভারসাম্যও রক্ষা করে।
কিডনি কখন অশনি সংকেত দেয়, জেনে নিন
প্রস্রাব কম হওয়া
প্রস্রাবের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাওয়া