বিশ্ব নার্স দিবস: শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই
১২ মে, বৃহস্পতিবার আন্তর্জাতিক নার্স দিবস। বিশ্বের সব নার্সের পরিশ্রমকে শ্রদ্ধা জানাতেই পালিত হয় দিনটি। এই দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়। আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। সমাজ সংস্কারক, পরিসংখ্যানবিদ এবং আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা নাইটিঙ্গেল। তাই তার জন্মদিনকেই নির্দিষ্ট করা হয়েছে নার্সিং দিবস হিসেবে। ১৯৬৫ সালে প্রথম আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।