আমার ভাগটা কই?
রক্তসরোবর পেরিয়ে স্বাধীনতার স্বর্ণকমল প্রাপ্তির মাহেন্দ্রক্ষণে গোটা বাঙালি জাতি এক অভূতপূর্ব আবেগের সাক্ষী—মুক্তিযুদ্ধ অর্ধশত বছর করছে ৫ বছর হলো। পঞ্চাশ বছর বয়স সময়ের হিসাবে মোটেও কম সময় নয়; কিন্তু তাৎপর্যের দিক থেকে বাঙালি জাতির কাছে মুক্তিযুদ্ধের প্রতিটি দিন-ক্ষণ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বাহান্নের বাংলা ভাষা রক্ষার আন্দোলনের ভেতর উৎসারিত একাত্তর; দীর্ঘ নয়