শিক্ষক লাঞ্ছনা, কিছু কথা
আওয়ামী সরকারের পতনের পর দেশ যে অরাজক পরিস্থিতির মুখে পড়েছে; অন্তর্বর্তী সরকার গঠনের পর পরই সেই অরাজকতার অবসান হবে, তেমনটি যদিও আশা করেনি কেউ, তবু আশা করা হয়েছিল যে হঠাৎ সৃষ্ট এই বিশৃঙ্খলার জীনে দ্রুতই লাগাম পরাতে সক্ষম হবে এই সরকার; গ্রহণ করবে দ্রুত কার্যকর কিছু উদ্যোগ, কিন্তু বাস্তবে তেমনটি