চীনে ল্যাংগায়া ভাইরাসের প্রকোপ, আক্রান্ত ৩৫
করোনা মহামারি শেষ হওয়ার আগেই চীনের শানডং এবং হেনান প্রদেশে দেখা দিয়েছে হেনিপাভাইরাসের নতুন ধরন ল্যাংগায়ার প্রকোপ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস মিডিয়ার খবরে বলা হয় এ পর্যন্ত ৩৫ জন এই ভাইরাসের দ্বারা সংক্রামিত হয়েছেন।ল্যাংগায়া হেনিপাভাইরাসটি ২০১৮ সালের শেষের দিকে শানডং ও হেনানের উত্তর-পূর্ব প্রদেশে প্রথম শনাক্ত করা হয়। তবে গত