টক্সিক মানুষ কেমন হয়
কথায় আছে, সত্ সঙ্গে স্বর্গবাস-অসত্ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গ পেলে মন ভালো থাকে। নিজেকে ভালো রাখা যায়। আর খারাপ মানুষের সঙ্গ পেলে নিজে তো ভালো থাকা যায় না। বরং মানসিক দুশ্চিন্তা অস্থিরতা বাড়ে। তবে খারাপ মানুষের সঙ্গা কী? আশপাশে তো কত মানুষই ঘুরে বেড়ায়। কতজনই বন্ধু হয়। আপনজন হয়।