প্রাণঘাতী লিভার সিরোসিসের লক্ষণ জানুন
লিভার সিরোসিস প্রাণঘাতী একটি রোগ। ধীরে ধীরে এই রোগ শরীরে বাসা বাধে। এরপর পুরো শরীরকে নিস্তেজ করে তোলে। এই রোগে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এক সময় এই রোগ লিভার ক্যানসারের রূপ নেয়। লিভার সিরোসিস মানবদেহে হঠাত্ চড়াও হয়। প্রাথমিক পর্যায়ে এই রোগে আক্রান্তদের মধ্যে তেমন কোনও লক্ষণ দেখা যায়