ক্যানসারের টিকা আনল রাশিয়া, বাজারে আসবে শিগগিরই
রাশিয়ার গবেষকরা ক্যানসারের চিকিৎসায় এন্টারোমিক্স নামের নতুন টিকা তৈরি করেছেন। মেডিকেল ট্রায়ালে টিকাটি শতভাগ সাফল্য দেখিয়েছে বলেও জানানো হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলেই চলতি মাসেই বাজারে আসবে এন্টারোমিক্স। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
তাস বলছে, এটিই প্রথম ক্যানসারের কোনো টিকা, যা তৈরি করা হয়েছে এমআরএনএ প্রযুক্তি