কবি শ্বেতা শতাব্দীকে বাঁচাতে এগিয়ে আসুন
চন্দ্রমল্লিকা নামে কোনো ফুল আমি চিনি না!কে যেন সেদিন বলছিলো শেফালি,সন্ধ্যামালতী আর ধুতুরার কথা;যেসব ফুলের নামে রাখা আছে জীবনের মানে!তাদের রঙের কথা, তাদের ঘ্রাণের কথা জানবো কীভাবে!এখানে রাতের বুকে কেবলই হারিয়ে যায়প্রিয় হাস্নাহেনা।কবিতাটি শ্বেতা শতাব্দী এষের। তিনি বাংলাদেশের একজন তরুণ কবি। প্রতিভাময়ী এই কবি জন্ম থেকেই বিটা থ্যালাসেমিয়া মেজর রোগে