পশুর হাটে জাল টাকা, লেনদেনে সাবধান
ঈদুল আজহার আগে-পরে দেশের ছোট-বড় সব পশুর হাটে লাখ লাখ ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমে ওঠে কোরবানির পশু কেনাবেচা। এই বিশাল আর্থিক লেনদেনের সুযোগ কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠে একশ্রেণির প্রতারক। যারা জাল টাকা ছড়িয়ে দেয় হাটজুড়ে। এতে যেমন ক্ষতিগ্রস্ত হন গরু ব্যবসায়ী বা খামারি, তেমনি সাধারণ ক্রেতারাও হয়ে পড়েন প্রতারণার শিকার।
কোরবানির