কেনার আগে আসল জামদানি শাড়ি চিনুন
বাঙালি নারীর প্রিয় পোশাক শাড়ি। বিশেষ করে ঢাকাই জামদানি শাড়ি। বর্ষবরণ কিংবা পুজোর আয়োজন, বিয়ের অনুষ্ঠান কিংবা জমকালো পার্টিতে সবখানেই জামদানি শাড়ি আলাদা ঐতিহ্য বহন করে। বাঙালিয়ানার সঙ্গে মিশে যায় আধুনিকতা। দুইয়ে মিলে সুন্দর সমন্বয় হয় জামদানি শাড়িতে। তরুণী থেকে প্রাপ্তবয়স্ক, সবারই জামদানি শাড়ির প্রতি ঝোঁক থাকে। জামদানি চাহিদা তাই দিন