• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

চেলছি ছাড়ার ঘোষণা দিতে গিয়ে কাঁদলেন সিলভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৭:২০ পিএম
চেলছি ছাড়ার ঘোষণা দিতে গিয়ে কাঁদলেন সিলভা
থিয়াগো সিলভা। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের তারকাসমৃদ্ধ ক্লাব চেলসিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা একে একে কাটিয়ে ফেলেছেন চারটি মৌসুম। তবে নতুন করে চুক্তি বৃদ্ধি করছেন না ৩৯ বছর বয়সী এই ফুটবল তারকা। সোমবার কান্নাভেজা কণ্ঠে মৌসুম শেষে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

২০২০-২১ মৌসুমে পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে চেলসিতে যোগ দেন সিলভা। বয়স তখন ৩৫ হলেও দ্রুতই জায়গা করে নেন শুরুর একাদশে। লন্ডনের ক্লাবটির হয়ে চার মৌসুমে এখন পর্যন্ত ১৫১ ম্যাচ খেলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন তিনটি শিরোপা। 

চেলসির প্রতি ভালোবাসা জানিয়ে এক ভিডিও বার্তায় সিলভা বলেন, ‘চেলসি আমার কাছে অনেক কিছু। এখানে কেবল এক বছর থাকার ইচ্ছা নিয়ে এসেছিলাম আমি এবং চার বছর হয়ে গেল। শুধু আমার নয়, আমার পরিবারের জন্যও। সবচেয়ে স্বাভাবিকভাবে বিদায় জানানোটা ইতোমধ্যেই কঠিন। কিন্তু যখন পারস্পরিক ভালোবাসা থাকে, তা আরও কঠিন হয়ে পড়ে। তবে যে একবার ব্লুজের অংশ হয়ে পড়ে, সে সবসময়ই ব্লুজ থাকে। এ এক অবর্ণনীয় ভালোবাসা। আমি কেবল ধন্যবাদই জানাতে পারি।’

চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা সিলভার কাছে ছিল স্বপ্নের মতো। তাই চেলসিকে চিরবিদায় জানাচ্ছেন না এই ডিফেন্ডার। ফিরতে চান অন্য কোনো ভূমিকায়।

সিলভা বলেন, ‘আমার ছেলেরা চেলসির হয়ে খেলছে। তাই চেলসি পরিবারের অংশ হওয়াটা বিশাল সম্মানে। আশা করি তারা তাদের ক্যারিয়ার অব্যাহত রাখবে এই বিজয়ী ক্লাবে, যার অংশ হওয়ার জন্য অনেক খেলোয়াড়ই মরিয়া হয়ে থাকে।’

তিনি বলেন, ‘দরজা খোলা রেখেই যাচ্ছি আমি, যাতে করে অদূর ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় ফিরতে পারি। বিদায় তারাই জানায়, যারা ছেড়ে চলে যায় এবং ফিরে আসে না। তবে একদিন আমার এখানে ফেরার ইচ্ছা আছে।’

Link copied!