প্যারিস প্যারালিম্পিক
এবারের আসরে তৃতীয় সোনা জিতলেন পপি
গ্রেট ব্রিটেনের পপি মাস্কিল চলমান প্যারিস প্যারালিম্পিকে মহিলাদের এস১৪ ১০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে সোনার পদক জিতেছেন। এটা চলতি আসরে তার তৃতীয় শিরোপা।১৯ বছর বয়সী পপি চলতি গেমসে এর আগে দুটি সোনা এবং দুটি রৌপ্য পদক জেতেন। তিনি মাঝ বরাবর থাকাকালে ভ্যালেরিয়া শাবালিনার পেছনে ছিলেন। তবে পরবর্তীতে গতি বাড়িয়ে ৬৪.৭৪ সেকেন্ডে