কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা জিতল বাংলাদেশ
রেফারি বাঁশি দিলেন, ম্যাচ শেষ হলো। উল্লাসে মেতে উঠল পুরো কাবাডি দল। ফাইনালে অতিথি হয়ে আসা বিশেষ ব্যক্তিদেরও শিরোপা জয়ের উল্লাস ছুঁয়ে গেল। অন্যদিকে গ্যালারিতে দর্শকদের উল্লাস তো মাঠের বাইরেও চলে যাচ্ছিল। উল্লাস তো হবেই, বরং যা হবে সেটাকেই কম মনে হবে। একই সঙ্গে ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’