• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

জাবি অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও সেমিনার


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৮:৫১ পিএম
জাবি অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও সাহিত্য-অধ্যয়নে তথ্যপ্রযুক্তির প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাংলা বিভাগের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মাহবুব আহসান খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগ দিয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, স্মৃতিচারণ করেন অধ্যাপক ড. মাহবুব আহসান খানের বোন শাহীন সুলতানা এবং স্ত্রী নাঈমা আখতার মিতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা।

প্রথমবারের মতো চালু হওয়া এ বৃত্তি লাভ করেন বাংলা বিভাগের স্নাতক পর্বের সেরা ফলাফল অর্জন করা দুই শিক্ষার্থী নহলি আকাশলীনা (প্রথম স্থান) এবং মনীষা হক (দ্বিতীয় স্থান)।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, “এই বৃত্তি প্রদানের মধ্য দিয়ে অধ্যাপক ড. মাহবুব আহসান খান আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন।”

উপাচার্য আশা প্রকাশ করেন বৃত্তি প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য উৎসাহিত হবেন। 

Link copied!