অভিনয়ে নতুন জুটি প্রীতম-জেফার
সংগীতশিল্পী হিসেবে নিজেকে আগেই প্রমাণ করেছেন প্রীতম হাসান, অভিনয়েও তিনি দারুণ চৌকশ। অন্যদিকে কন্ঠশিল্পী জেফার রহমানও কম যান না। গানের পাশাপাশি তিনিও অভিনয় করেন সুযোগ পেলেই। সুনামও কুড়িয়েছেন অভিনয়ে।
এবার এই দুই গানের মানুষকে নিয়ে শিহাব শাহীন নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘তুমি আমি শুধু’। যার মাধ্যেম প্রীতম-জেফার প্রথমবার জুটি বেঁধেছেন।
নির্মাতা জানিয়েছেন,