উড়তে পারে না যেসব পাখি!
ইশ, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমিও উড়ে বেড়াতাম আকাশ পানে। এমন ইচ্ছে কমবেশি অনেকের মনেই থাকে। পাখিদের ডানা মেলে আকাশে উড়লে দেখলে মনও উড়াল দেয়। দুই পাশে দুই ডানা মেলে উড়ন্ত পাখি যেন মনের প্রশান্তি এনে দেয়। রংবেরঙের পালকে ভাঁজ ফেলে পাখিরা আকাশে ওড়ে। পাখির ডানা মেলে ওড়া