উৎকণ্ঠা কমাবে অন্যের ঘামের গন্ধ
ঘামের দুর্গন্ধ সইতে না পারা খুব স্বাভাবিক একটা বিষয়। আর তা যদি আসে অন্য কারও শরীর থেকে,তাহলে বিরক্তির সীমা থাকে না।কিন্তু তবে গবেষণা বলছে ‘ভিন্ন’ কথা। নতুন এক গবেষণায় দেখা গেছে, অন্যের ঘামের গন্ধে সামাজিক উৎকণ্ঠা কমে। গবেষণাটি চালিয়েছেন সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের একদল গবেষক। সমাজের নানা কর্মকাণ্ড নিয়ে উৎকণ্ঠায় ভুগছেন যারা