প্রায়ই কেন আগুন লেগে যায় এই গ্রামে!
ইতালি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং ঐতিহ্যবাহী স্থাপত্যে সমৃদ্ধ একটি দেশ। দেশটির সিসিলি অঞ্চলের মেসিনা প্রদেশের ছোট্ট গ্রাম কানেটো ডি কারোনিয়ার সৌন্দর্যেও মুগ্ধ থাকেন পর্যটকরা। তবে ছোট্ট এই গ্রামের অদ্ভুত রহস্য লুকিয়ে রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রামটিতে হঠাৎই আগুন লেগে যায়। যার কারণ এখন পর্যন্ত আড়ালেই রয়ে গেছে।জানা যায়, কানেটো