• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

বইমেলায় সাহাদাত হোসেনের ‘তোমার ইশারায় সিম্ফনি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৩:০৭ পিএম
বইমেলায় সাহাদাত হোসেনের ‘তোমার ইশারায় সিম্ফনি’
তোমার ইশারায় সিম্ফনি

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাহাদাত হোসেনের কবিতার বই ‘তোমার ইশারায় সিম্ফনি’। ফিলোসফির চিন্তাভাবনায় ভিন্নতা নিয়ে কবিতার বইটি প্রকাশ করেছে বারোমাসি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন কবি নিজেই। বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। মেলায় এটি ১৪২ নম্বর স্টলে পাওয়া যাবে।

সাহাদাত হোসেন বলেন, স্রষ্টার নির্দেশিত সার্বিক পরিস্থিতিই সিম্ফনি। যা হয়ে যাও বললে হয়ে যায়, ঘটে যাও বললেই ঘটে যাবে। বইতে পূর্ণ সংখ্যক অণুকাব্য যুক্ত হয়েছে এবং প্রতিটি কবিতার শব্দ বিন্যাস ও অর্থবহতা, মননশীল পাঠকের মনকে স্পর্শ করার পাশাপাশি আনন্দিতও করবে। তোমার ইশারায় সিম্ফনি হয়ে ওঠে মেহগনি বন, নদীর স্রোত ও চড়ুই পাখির কিচিরমিচির, যা থেমে যায় মাগরিবের সময়।

সাহাদাত হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘ভায়োলেন্স ইন দ্য ফ্লাওয়ার’ বইয়ের অনুবর্তী হচ্ছে ‘তোমার ইশারায় সিম্ফনি’ কাব্য গ্রন্থটি। অণুকাব্যের এমন সংকলন নিঃসন্দেহে মননশীল পাঠকের হৃদয় ছুঁয়ে গিয়ে রসদ যোগাবে নতুন চিন্তার।

Link copied!