নিকারাগুয়ার দুই প্রজন্মের দুই কবির কবিতা
অনুবাদ ও ভূমিকা: আলম খোরশেদ ঊনবিংশ শতাব্দীর শেষপাদে লাতিন আমেরিকার সাহিত্যে যে-আধুনিকতাবাদী আন্দোলনের সূত্রপাত হয়, যাকে বলা হয়ে থাকে মোদের্নিসমো, যার ঢেউ আটলান্টিকের অপর পারে খোদ স্পেনে গিয়েও লাগে, রুবেন দারিওই (১৮৬৭-১৯১৬) তাঁর মূল প্রবক্তা। তাঁর জন্ম ১৮৬৭ সালে নিকারাগুয়ার মাতাগাল্পা শহরে। খুব অল্প বয়সেই লিখতে এবং ভ্রমণ করতে শুরু করেন