• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

নাম বদলে সেন্সর পেল অধরার সিনেমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৭:১৭ পিএম
নাম বদলে সেন্সর পেল অধরার সিনেমা

সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাপন নিয়ে ‘বর্ডার’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন সৈকত নাসির। সিনেমাটি মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। কিন্তু সে সময় সিনেমাটির নাম ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানান বোর্ড সদস্যরা।

‘বর্ডার’ পরিবর্তন করে এরপর সিনেমাটির নাম রাখা হয় ‘সুলতানপুর’। সেন্সর বোর্ডের আপত্তি অনুযায়ী নাম পরিবর্তন ও দৃশ্য সংশোধন করে ফের জমা দেওয়া হলে এবার আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন অধরা খান।

নির্মাতা সৈকত নাসির জানান, ‘বর্ডার’-এর পরিবর্তিত নাম ‘সুলতানপুর’। এই নামেই সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে। এমনকি সেন্সর বোর্ডের সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন।

তিনি আরও জানান, আগামী জানুয়ারি মাসে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নায়িকা অধরা খান বলেন, “অবশেষে সিনেমাটা মুক্তি পাচ্ছে। খুবই ভালো লাগছে। এতদিন সিনেমাটি নিয়ে যে উদ্দীপনা ছিল তা আরও বেড়ে গেল। এই গল্পটা সবার ভালো লাগবে। কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী।”

‘সুলতানপুর’ সিনেমার কাহিনি লিখেছেন আসাদ জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরও আছেন সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা।

Link copied!