• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

বৃষ্টিতে কারাগার ক্ষতিগ্রস্ত, পালালেন ১১৮ বন্দি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪, ০৩:৪৫ পিএম
বৃষ্টিতে কারাগার ক্ষতিগ্রস্ত, পালালেন ১১৮ বন্দি
ছবি : সংগৃহীত

বৃষ্টি সৌভাগ্য বয়ে আনল কারাবন্দিদের। নাইজেরিয়ায় প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একটি কারাগার থেকে ১১৮ জন বন্দি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন নাইজার রাজ্যের সুলেজা কারাগারের মুখপাত্র আদামু দুজা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বুধবার রাতে নাইজেরিয়ায় কয়েক ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি হয়। এতে কারাগারের অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়। এই সুযোগে অন্তত ১১৮ জন বন্দি কারাগার থেকে পালিয়ে যান। তাদের পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুলেজা কারাগারের মুখপাত্র জানান, এজেন্টরা পলাতকদের পুনরায় গ্রেপ্তার করার চেষ্টা করছে। ইতিমধ্যে অন্যান্য নিরাপত্তা সংস্থার সহায়তায় এখন পর্যন্ত ১০ জনকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে জনসাধারণকে সতর্ক দৃষ্টি ও সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।

পলাতক বন্দিদের পরিচয় বিস্তারিত জানানো হয়নি। তবে অতীতে বোকো হারামের সদস্যরা সুলেজা কারাগারে বন্দি ছিল।

Link copied!