• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
বইমেলা

দারুণ সাড়া জাগিয়েছে আজাদ মজুমদারের ‘ইনসাইড দ্য প্রেসবক্স’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৩:৫৬ পিএম
দারুণ সাড়া জাগিয়েছে আজাদ মজুমদারের ‘ইনসাইড দ্য প্রেসবক্স’

ক্রীড়া সাংবাদিকতা বাংলাদেশে হালের অন্যতম জনপ্রিয় পেশা হয়ে উঠেছে। তবে কিভাবে শুরু করবেন বা নিজের ক্যারিয়ার কিভাবে এগোবেন, নিজেকে আরও সম্বৃদ্ধ করবেন এসব বিষয়ে অনেকের জানার আগ্রহ থাকে। তাদের জন্য দেশের জৈষ্ট্য সাংবাদিক আজাদ মজুমদার  ‘ইনসাইড দ্য প্রেসবক্স’ বইটি লিখেছেন।

নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকেই তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য ‍‍`ইনসাইড দ্য প্রেসবক্স‍‍` বইটি লিখেছেন আজাদ। বইটি ইতিমধ্যে সাড়া ফেলেছে দেশের তরুণ সাংবাদিকদের ভিতরে।

অনেক অভিজ্ঞ সাংবাদিকও বইটির ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, এরকম একটি বই  তরুণ সাংবাদিকদের উপকার করবে।

শুধু সাংবাদিক হতে চান এমন নয়, ক্রীড়া সাংবাদিকতা সম্পর্কে যাদের আগ্রহ রয়েছে তাদের জন্যও অন্যতম বিকল্প হতে পারে ‍‍`ইনসাইড দ্য প্রেসবক্স‍‍` ।

দুই দশকের বেশি ক্রীড়া সাংবাদিকতা ক্যারিয়ার আজাদ মজুমদারের। দেশের জনপ্রিয় পত্রিকা মানবজমিন, প্রথম আলোতে কাজ করেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক নিউজ এজেন্সি এএফপি ও রয়টার্সেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ২০০৬ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়া আজাদ এখন কাজ করছেন ইংরেজি দৈনিক দ্য নিউ এজ পত্রিকায়।

একুশে বইমেলায়র  ২২ নম্বর প্যাভিলিয়নে ঐতিহ্য প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে ‍‍`ইনসাইড দ্য প্রেসবক্স‍‍` বইটি। এছাড়া অনলাইনে রকমারি ও প্রথমাতে অর্ডার করা যাবে।  

Link copied!