• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

প্রয়োজনীয় দূরত্ব সম্পর্ককে ‍সুন্দর রাখে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৩:৪১ পিএম
প্রয়োজনীয় দূরত্ব সম্পর্ককে  ‍সুন্দর রাখে

আপনি আপনার সঙ্গীকে ভালোবাসবেন এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যতই ভালোবাসুন না কেন, আপনাকে আপনার সঙ্গীর সঙ্গে ন্যূনতম দূরত্ব বজায় রাখা দরকার।

কারণ হলো সঙ্গীর সঙ্গে খুব বেশি জড়িয়ে গেলে সেখানে আপনি তার সঙ্গে অনধিকারচর্চা শুরু করে দিতে পারেন। কাজেই আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে সঙ্গীর সঙ্গে আপনার প্রয়োজনীয় দূরত্ব আছে কি না। যে বিষয়গুলো মেনে চলবেন—

 

  •  আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন সেই মানুষটির প্রতি আপনার শুধু ইতিবাচক অনুভূতি থাকবে। কিন্তু খেয়াল রাখবেন ব্যক্তি স্বাতন্ত্রে যেন ফাঁক থাকে। যদি না থাকে তাহলে সেখানে শঙ্কা, রাগ ও নিরাপত্তাহীনতা কাজ করবে।
  • ভালোবাসা নিঃস্বার্থ হয়, অন্যদিকে ঘনিষ্ঠতা বেশি থাকলে সঙ্গীকে জোর করে নিজের কাছে ধরে  রাখার ইচ্ছে হবে আপনার।
  •  ভালোবাসা ক্ষমাশীল হয় এবং একে অন্যকে সাহায্য করার প্রবল ইচ্ছে থাকে। কিন্তু আপনি যদি সঙ্গীর অতিরিক্ত ঘনিষ্ঠ হন তাহলে আপনি চাইবেন সঙ্গী যেন সবসময় আপনার দেয়া সীমারেখার বাইরে না যায়।
  • ভালোবাসা স্বাধীনতা দেয় আর অতিরিক্ত ঘনিষ্ঠতা মানে অতিরিক্ত অধিকার খাটানোর চেষ্টা। এমনকি আপনার সঙ্গী যদি বন্ধুদের সঙ্গেও সময় কাটাতে চায় সেখানেও আপনার আপত্তি তৈরি হয়। এর মানে সঙ্গী আপনার কাছে পরাধীন।
  •  ভালোবাসার কারণে মানুষ তার সঙ্গীর জন্য সবকিছু করতে পারে। আর যেখানে সম্পর্কে ফাঁক থাকে না, সঙ্গী উপস্থিত থাকলেই শুধু আপনার অস্থিরতা কাজ করবে। তবে সবচেয়ে বড় কথা সম্পর্কে একটু ছাড় না থাকলে সে সম্পর্ক দমবন্ধকর মনে হয়।
Link copied!