• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

গরমে মেকআপ যেমন হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০২:৫২ পিএম
গরমে মেকআপ যেমন হবে
ছবি: সংগৃহীত

প্রতিনিয়তই গরম বাড়ছে। দিনে আর রাতের তাপমাত্রায় তেমন তারতম্য থাকে না। বরং রাতের তাপমাত্রা আরও খানিকটা বেড়েই যায়। এর মধ্যেই থেমে নেই সামাজিক অনুষ্ঠানও। বিয়ে, জন্মদিন কিংবা কোনো পারিবারিক উত্সবের আয়োজন চলছে রীতিমতো। দুপুরে কিংবা রাতে এসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে যেতে নিজেকে প্রস্তুত করতে হয়। কিন্তু প্রচণ্ড গরমে পোশাক আর সাজগোজ নিয়ে আলাদা করে ভাবতে হয়। কারণ গরমে মেকআপ করেও যেন আরাম নেই। ঘামের সঙ্গে মেকআপও নষ্ট হয়ে যায়। তাই বিশেষ কিছু কৌশলে মেকআপ করে নিতে পারেন এই গরমে।

এই গরমে কীভাবে মেকআপে নিজেকে সাজিয়ে তুলবেন এবং তা সহনীয় হবে তার কিছু কৌশল জেনে নিন।

  • গরমে মুখে হালকা মেকআপ করুন। ভারী ক্রিম বা খুব বেশি ফাউন্ডেশন ব্যবহার করবেন না। এমন ফাউন্ডেশন বেছে নিন যাতে পানির পরিমাণ বেশি। এটি হালকা হবে এবং ত্বকের সঙ্গে দ্রুতই মিশে যাবে।
  • মুখ ভালো করে ধুয়ে ময়শ্চারাইজার লাগান। এরপর ফোঁটা ফোঁটা ফাউন্ডেশন সারা মুখে লাগান। স্পঞ্জ বা ব্রাশের দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ফাউন্ডেশন ক্রিম মাখার মতো ঘষবেন না। এটি আলতোভাবে ত্বকের সঙ্গে মিশিয়ে নিন।
  • গরমে চোখের সাজকে ন্যাচারাল রাখুন। তামার রঙের আইশ্যাডোর সঙ্গে বাদামি আইশ্যাডো একসঙ্গে মিশিয়ে নিন। এরপর চোখের উপরের ত্বকে লাগিয়ে নিন।
  • চোখে খুব সরু করে আইলাইনার পরুন। বেশি মোটা করে পরবেন না। এতে ঘামে আইলাইনার ঘেটে যাবে।
  • কাজল দিয়ে চোখকে স্মাজ করে নিতে পারেন। চোখের পাতায় ওয়াটারপ্রুফ মাস্কারা লাগিয়ে নিন। ব্রাউন রঙের আইব্রো পেন্সিল দিয়ে হালকা করে ভ্রু আঁকুন। বেশি গাঢ় করবেন না।
  • ঠোটের গা়ঢ় রঙের লিপস্টিক লাগাবেন না। গরমে হালকা গোলাপি বা বাদামি কিংবা নুড রঙের লিপস্টিক লাগাতে পারেন। গরমে ম্যাট লিপস্টিক লাগান। ম্যাট লিপস্টিকের পরিবর্তে লিপ টিন্টও লাগাতে পারেন।
  • দুই গালে হালকা ব্লাশন লাগিয়ে নিতে পারেন। হাইলাইটার ব্যবহার করলেও হালকা লাগিয়ে নিন। দিনের বেলায় হাইলাইটার ব্যবহার না করাই ভালো। রাতের অনুষ্ঠানে হাইলাইটার ব্যবহার করুন।
  • টিপ পছন্দ হলে কপালে ছোট একটি টিপ লাগিয়ে নিতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই ছোট টিপ কপালে পরুন। আবার কালো রঙের ছোট টিপও পরতে পারেন। এটি আপনার পুরো মেকআপকে পরিপূর্ণতা দিতে পারে।
Link copied!