• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

বন্য হাতির হামলায় কৃষক নিহত


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪, ১২:৪৭ পিএম
বন্য হাতির হামলায় কৃষক নিহত
ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে বোরো ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির হামলায় ওমর আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় ওই ঘটনা ঘটে।

নিহত ওমর ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, অন্যান্য দিনের মতো ওমর রাতে তার বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। অন্যদিন রাতে আশপাশে স্থানীয় অনেক কৃষক থাকলেও বৃহস্পতিবার রাতে তিনি একাই পাহাড়ের ভেতরে ধানক্ষেতে অবস্থান করছিলেন। এ অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে আকস্মিকভাবে ওমরের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এদিকে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শনে যান। বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!