• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

হৃদরোগের ঝুঁকি কমাবে যে পাতার রস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ০১:২৩ পিএম
হৃদরোগের ঝুঁকি কমাবে যে পাতার রস

আয়ুর্বেদ চিকিৎসায় প্রাচীনকাল থেকে ব্যবহার করা হচ্ছে কালোমেঘ পাতা। কালোমেঘের মধ্যে রয়েছে একাধিক উপকারিতা। হালকা জ্বর ও গলা ব্যথার সমস্যাতেও প্রাকৃতিক উপাদান হিসেবে এ পাতার রস খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। এখন শোনা যাচ্ছে, হৃদরোগের ক্ষেত্রেও নাকি উপকারি এই কালোমেঘ পাতা। চলুন জেনে নিই —


হার্টের রোগ দূর করে কালোমেঘ

হার্টের রোগ দূর করতে চাইলে আপনাকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে। হার্টের অসুখ দূর করতে কালোমেঘ খেতে হবে। কারণ শরীরে রক্তপ্রবাহ সচল রাখে কালোমেঘ। ফলে রক্ত জমাট বাঁধে না। আর এর কারণে আপনার হৃদযন্ত্রও ভালো থাকবে।

যেভাবে খাবেন এই পাতা
রাতে ঘুমানোর আগে কালোমেঘ জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে কালোমেঘ সরিয়ে দিয়ে জলটা খেয়ে নিন। এক্ষেত্রে হার্টের রোগ কমবে। তবে হার্টের কোনও অসুখ প্রথমেই দেখা দিলে সতর্ক হয়ে যান। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে পারেন।


ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই পাতা অসাধারণ কাজ করে। এছাড়া বলা হয়ে থাকে যে, এ পাতার রস রক্ত পরিষ্কার করে দিতে পারে। এমনকী এতে রয়েছে অ্যান্টিভাইরাল গুণ। ম্যালেরিয়াতেও কালোমেঘ পাতা কাজ করে বলে জানা যাচ্ছে।

Link copied!