• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

যেসব কারণে বাড়ছে ক্যানসার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৩:৫০ পিএম
যেসব কারণে বাড়ছে ক্যানসার
ডায়াবেটিস রোগীদের ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি

সারা বিশ্বে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি পাঁচজন পুরুষের মধ্যে একজন আর ছয়জন নারীর মধ্যে একজন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছে।

ক্যানসার কেন হয়, তা এখনো জানা যায়নি। তবে কিছু কিছু কারণ এর জন্য দায়ী বলে প্রমাণিত হয়েছে।

রাসায়নিক পদার্থ তামাক বা টোব্যাকো। এক তামাকের মধ্যে চার হাজারের মতো কেমিক্যাল রয়েছে। তার মধ্যে ৪৫টি কেমিক্যাল সরাসরি ক্যানসার সৃষ্টি করে। এটি নানা রকম গবেষণায় প্রমাণিত। ধোঁয়াবিহীন তামাকও সমান ক্ষতিকর স্বাস্থ্যের জন্য।

এ ছাড়া আর্সেনিক অ্যালকোহল-জাতীয় কেমিক্যালও ক্যানসার সৃষ্টির জন্য দায়ী। কিছু ভৌত পদার্থ যেমন রেডিয়েশনের কারণেও ক্যানসার সৃষ্টি হয়ে থাকে। এমনকি বিকিরণ যেমন সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি দীর্ঘদিন সরাসরি শরীরে পড়লে চামড়ায় একধরনের ক্যানসার সৃষ্টি হয়।

যাদের ব্যায়াম, হাঁটাচলা কম করা হয়, মুটিয়ে যাওয়ার ফলে তাদের ক্যানসার হতে থাকে। নারীদের ক্ষেত্রে মুটিয়ে যাওয়ার ফলে স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি রয়েছে। নিয়মিত ব্যায়াম না করলে নারীদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর যদি তারা মুটিয়ে যায়, এটাকে বলা হয় পোস্টমেনোপজাল ওবেসিটি। এ কারণে ব্রেস্ট ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। যারা ফিজিক্যালি ইন-অ্যাকটিভ থাকেন, তাদের কনস্টিপেশন হয়। এর প্রভাবে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

প্রায় ৪০ ভাগ ক্যানসারে প্রধান কারণ ধূমপান। এর প্রভাবে ফুসফুস, মুখগহ্বর, খাদ্যনালি, প্যানক্রিয়াস, কিডনি, মূত্রথলির, পাকস্থলী, এমনকি ব্লাড ক্যানসারও হয়ে থাকে। এ ছাড়া অ্যালকোহল মুখের ক্যানসার, লিভারের ক্যানসার, প্যানক্রিয়াসের ক্যানসার এবং কিডনির ক্যানসার হতে পারে।

ডায়াবেটিস রোগীদের ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্যানক্রিয়াটিক ক্যানসার, হেপাটোবিলিয়ারি ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

কেউ কেউ মাংস-জাতীয় খাবার বা চর্বিযুক্ত মাংস বেশি খেয়ে থাকেন। এ ক্ষেত্রে ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে। এ ক্ষেত্রে রেকটাম ও কোলন ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।

বাইরের খাবার বিশেষ করে ফাস্টফুড বেশি পরিমাণে খেলে ওবেসিটি বা মুটিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওবিসিটি অনেকগুলো ক্যানসারের কারণ। কিছু কিছু খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে থাকলে খাদ্যনালির ক্যানসার বা কলোরেক্টাল ক্যানসার বেশি হয়।

এ ছাড়া যে কারণগুলো রোগটির জন্য দায়ী, তা হচ্ছে—
১. দৌড়ঝাঁপ ছাড়া থিতু জীবন, বসে বসে কাজ
২. ভুল খাদ্যাভ্যাস
৩. চিনি ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
৪. রিফাইনড কার্বোহাইড্রেট গ্রহণের ফলেও ঝুঁকি থাকে।

Link copied!