• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ত্বকের যত্নে কফির ৮ ব্যবহার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৪, ০২:০০ পিএম
ত্বকের যত্নে কফির ৮ ব্যবহার
ত্বকের যত্নে কফির ৮ ব্যবহার। ছবিঃ সংগৃহীত

প্রচণ্ড গরমেও কাজের প্রয়োজনে বাইরে বের হতে হচ্ছে অনেকের। ফলে রোদের তাপে ত্বক হারাচ্ছে উজ্জ্বলতা। তাই এসময় ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন কফি। কফির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বকে তারুণ্য বজায় রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা বলেন, কফি ত্বককে আলতোভাবে এক্সফলিয়েট করে মৃত কোষ ও ময়লা দূর করে সতেজভাব আনে। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও টানটানভাব আনতে কফি উপকারী। কফি ত্বকের কোষের পুনঃবৃদ্ধি নিয়ন্ত্রণ করে, কোলাজেন টিসুর সংখ্যা বাড়ায় ও ত্বকের আর্দ্রতা বজায় রাখে। জেনে নিন ত্বকের যত্নে কফি কীভাবে ব্যবহার করবেন।  

  • কফিতে থাকা অ্যান্টি অক্সিড্যান্ট ত্বক উজ্জ্বল করে ও চোখের আশেপাশে থাকা কালি দূর করতে সাহায্য করে। চোখের নিচের কালো দাগ হালকা করার জন্য কফির গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিটের জন্য। তার পরে ধুয়ে ফেললেই হবে। টানা এক সপ্তাহ করলেই দেখতে পাবেন ফল।
  • আধা চা চামচ কফির সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে মুখ ও গলার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। ৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে এই প্যাক।
  • ব্রণের সমস্যা বেশি হলে কফি ব্যবহার করুন। কফির অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বকের প্রদাহ কমানোর ক্ষেত্রে উপকারী। সেক্ষেত্রে দেড় চামচ কফি, এক চামচ চিনি আর দেড় চামচ নারকেল তেল দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি সারা মুখে লাগান। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ নিয়মিত করলেই ভালো ফল পাবেন। ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করে সতেজভাব আনতে কফির এই প্যাক ব্যবহার করুন।
  • কুসুম গরম পানির সঙ্গে কফি মিশিয়ে তুলা ভিজিয়ে চোখের আশেপাশের ত্বকে লাগান। চোখের ফোলা ভাব কমে যাবে।
  • গরমে মুখে রোদে পোড়া দাগছোপ দেখা দিতে শুরু করে। সেক্ষেত্রে পোড়া বা বয়সের দাগ তুলতে কফি দিয়ে প্যাক বানিয়ে নিতে পারেন। প্যাক বানাতে কফির গুঁড়ো, কোকো আর দুধ একটি পাত্রে মিশিয়ে নিন। তাতে লেবুর রস আর মধু মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। রোজ নিয়ম করে স্নানের আগে এই প্যাক লাগিয়ে রাখুন। মিনিট পাঁচেক রাখলেই হবে। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকেই দূর হবে ত্বকের দাগছোপ, বাড়বে জেল্লা।
  • ত্বকের রন্ধ্র সংকোচন করে ত্বক টানটান রাখে কফি। এজন্য কফি দিয়ে বানিয়ে ফেলুন আইস কিউব। গরম পানিতে কফি মিশিয়ে ফুটিয়ে তা আইস ট্রেতে ঢেলে জমতে দিন। একটি সুতি কাপড়ে এই বরফ মুড়ে চেপে চেপে পুরো মুখে লাগান। এতে ত্বকে উজ্জ্বলতা আসবে এবং টানটান হবে ত্বক।
  • কফির স্ক্রাব ত্বকের ‘স্ট্রেইচ মার্ক’ এবং সেলুলাইট সাময়িকভাবে কমিয়ে ত্বকে মসৃণভাব আনতে সাহায্য করে।
  • ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করে সতেজভাব আনতে কফি কার্যকরী। এক্ষেত্রে কফি, চিনি, নারিকেল তেল বা জলপাইয়ের তেল একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।
Link copied!