• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ট্রাকচালকের


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৪, ০৩:১৩ পিএম
কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ট্রাকচালকের

টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৭ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

পরে দুর্ঘটনাকবলিত দুইটি যানবাহন উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ। গাড়ি দুইটি সড়ক থেকে সরানোর পর মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মারা যান। এছাড়া কাভার্ডভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

Link copied!