• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৪, ০২:৩৮ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসের সময় দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সিকান্দার রাজা। ছবি : সংগৃহীত

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি- টোয়েন্টি ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে ফিল্ডিং নেন। প্রথম দুই ম্যাচেই আগে ব্যাটিং করে হেরে যায় জিম্বাবুয়ে। তাই হয়তো এবার প্রথমে বাংলাদেশকে ব্যাটের আমন্ত্রণ জানান তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতেছে স্বাগতিক বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয়টিতে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি।

এর আগে, প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে সফরকারীদের হারিয়ে দেয়। জিম্বাবুয়ের ১২৪ রানের জবাবে বাংলাদেশ ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। অভিষিক্ত ওপেনার তানজিদ তামিম হাঁকান ফিফটি (৪৭ বলে ৬৭)। আর ঝোড়ো ব্যাটিং করে ১৮ বলে ৩৩ রান তোলেন তাওহিদ হৃদয়। তাদের দুজনে নৈপূণ্যে সহজ জয় পায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার পর মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ।   জিম্বাবুয়ের ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রানের জবাবে বাংলাদেশ ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৪২ রান করে। তাওহীদ ২৫ বলে ৩৭ এবং মাহমুদউল্লাহ উইনিং বাউন্ডারী সহ মাত্র ১৬ বলে ২৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এ পর্যন্ত দুই দলের ২২ ম্যাচে বাংলাদেশ ১৫টিতে জয়লাভ করেছে। জিম্বাবুয়ের জয় ৭টি।

Link copied!