• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ফ্রেঞ্চ কাপ খেলতে ইসরায়েল যাবে মেসি-নেইমাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২২, ০৪:৩২ পিএম
ফ্রেঞ্চ কাপ খেলতে ইসরায়েল যাবে মেসি-নেইমাররা
ফাইল ছবি

নতুন মৌসুমের আগে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে বর্তমানে জাপানে অবস্থান করছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেখানে তিনটি ম্যাচ খেলবে ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবটি। এরপর ফ্রেঞ্চ সুপার কাপের লড়াইয়ে চলতি মাসের শেষ দিন নন্তের মুখোমুখি হবে লিওনেল মেসি-নেইমার জুনিয়ররা।

আগামী ৩১ জুলাই ম্যাচটি ইসরায়েলের অন্যতম বাণিজ্যিক শহর তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এজন্য জাপান থেকে সরাসরি ইসরায়েলে পাড়ি দেবে পিএসজি। এই মাঠেই গত মৌসুমের ফ্রেঞ্চ কাপ খেলতে ইসরায়েলে গিয়েছিলেন নেইমার, কাইলিয়ান এমবাপেরা। সেবার লিলের বিপক্ষে ০-১ গোলে হেরে গিয়েছিল পিএসজি।

এদিকে জাপানে প্রস্তুতিমূলক ম্যাচ খেললেও ইসরায়েলের মাঠে হতে যাওয়া ম্যাচটি দিয়েই পিএসজির কোচ হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে যাত্রা শুরু হবে নতুন কোচ ক্রিস্টোফার গালতিয়েরের। এজন্য রোববার (১৭ জুলাই) জাপানে পৌঁছেছেন মেসি, নেইমার, এমবাপেরা। সেখানে আগামীকাল বুধবার (২০ জুলাই) কাওয়াসাকি ফ্রন্টাল, শনিবার (২৩ জুলাই) উরাওয়া রেডস এবং শেষ ম্যাচে সোমবার (২৫ জুলাই) গাম্বা ওসাকার বিপক্ষে খেলবে ফ্রান্স চ্যাম্পিয়নরা।

গত মৌসুমে লিগের শেষ ১০ ম্যাচে তিনটি হলুদ কার্ড দেখেছিলেন এ ফ্রেঞ্চ তরুণ। যে কারণে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। তাই এমবাপেকে ছাড়াই নন্তের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা সাজাতে হবে গালতিয়েরকে। এমবাপে না পারলেও মেসি-নেইমারদের মাঠে নামার সমূহ সম্ভাবনা রয়েছে।

Link copied!