• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ইনজুরিতে বাদ পড়লেন রিজওয়ান ও ইরফান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০৫:০২ পিএম
ইনজুরিতে বাদ পড়লেন রিজওয়ান ও ইরফান
মোহাম্মদ রিজওয়ান ও ইরফান খান । ছবি : সংগৃহীত

পাকিস্তানের কিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও অলরাউন্ডার ইরফান খান নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের বাকি অংশ থেকে ছিটকে  গেছেন । চোট থেকে সেরে না ওঠায় এই দুজনকে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

তৃতীয় টি-টোয়েন্টিতে গত শনিবার পায়ে ক্র্যাম্প করায় বেশিক্ষণ খেলতে পারেননি রিজওয়ান। ২১ বলে ২২ রান করে আহত অবসর নেন তিনি। পরে তার হ্যামস্ট্রিংয়ে চোটের কথা জানানো হয়। ওই ম্যাচেই একই চোট পান ইরফান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বুধবার দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, আগের দিন এই দুই খেলোয়াড়ের চোটের পরীক্ষার রিপোর্ট পেয়ে এবং তা পর্যালোচনা করে তাদেরকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন বোর্ডের মেডিকেল টিমের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন রিজওয়ান ও ইরফান।

চলতি সিরিজে এই নিয়ে তৃতীয় ধাক্কা খেল পাকিস্তান। প্রথম ম্যাচের আগে ডান হাঁটু ও একই পায়ের পেশির চোটে ছিটকে যান আজম খান। সেরে উঠতে ১০ দিনের বিশ্রামে আছেন সাবেক ক্রিকেটার মইন খানের ছেলে আজম।

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টি জিতে এগিয়ে যায় পাকিস্তান। তবে তৃতীয় ম্যাচে ৭ উইকেটের বিশাল জয়ে সিরিজে ১-১ সমতা টানে সফরকারীরা।

বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ম্যাচ হবে লাহোরে। একই মাঠে শনিবার হবে শেষ টি-টোয়েন্টি।

Link copied!