শাকিব খানের আবারও বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০১:২১ পিএম
শাকিব খানের আবারও বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস

বাংলাদেশের বিনোদন জগতের সবচেয়ে আলোচিত তারকা শাকিব খানের জীবনকে ঘিরে গত কয়েকদিন ধরে এক নতুন গুঞ্জন তুঙ্গে উঠেছে। চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জন স্বাভাবিকভাবেই মেগাস্টার শাকিব খানের নামকে সামনে এনেছে, যিনি বুবলীর স্বামী। নেটিজেনদের মধ্যে কৌতূহল, জল্পনা, অনুমান এবং নানা মন্তব্যের ঝড় উঠেছে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও এবং পোস্ট ছড়িয়ে পড়ায় বিষয়টি বিনোদন অঙ্গনের সবচেয়ে গরম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

 

এই গুঞ্জন এখন পৌঁছেছে শাকিব খানের প্রাক্তন স্ত্রী, জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কানে। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে অপু অবাক হয়ে বলেন, “আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। আপনারাই তো সব জায়গায় যান, আপনারাই আমাকে একটু বলেন না?” তাঁর এই সরল প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোড়ন তুলেছে। অপু আরও জানান, কাজের অত্যধিক ব্যস্ততায় সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। “কাজের চাপের কারণে অনলাইন দুনিয়া থেকে একটু দূরে থাকি। সেখানে কী চলছে, কোন গুঞ্জন রটছে—এসবের খোঁজ নিই না একেবারেই। নিজের কাজ নিয়েই সব ব্যস্ততা,” বলে তিনি যোগ করেন।

 

অপু বিশ্বাস বর্তমানে নতুন দুই সিনেমা এবং একটি ওয়েব ফিল্মে যুক্ত হয়ে ব্যস্ত। প্রথম ছবি কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’, যাতে তাঁর সঙ্গে অভিনয় করছেন নায়ক আবদুন নূর সজল। দ্বিতীয় ছবি ‘সিক্রেট’, যা দর্শকদের মধ্যে নতুন প্রতীক্ষা তৈরি করেছে। এছাড়া ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কুইন, পরিচালক কামরুজ্জামান রোমান। অপু বলেন, “আমি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি না। ভাগ্য বা কর্মফল বলে বিশ্বাস করি। শাকিবের প্রতি কৃতজ্ঞ কারণ তাঁর সাপোর্টে আমার ক্যারিয়ার এগিয়েছে। এখন কাজ নিয়েই মনোযোগী।”

 

এর আগে এই গুঞ্জনে বিরক্তি প্রকাশ করে শবনম বুবলী আজেবাজে ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন। তিনি সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চেয়ে সতর্কবাণী জারি করেছেন। শাকিব খান নীরবতা পালন করলেও ভক্তরা বিভিন্ন অনুমান করছেন।

 

উল্লেখ্য, ২০০৮ সালে সিনেমায় কাজের সূত্রে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালে তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ে ও সন্তানের বিষয় প্রকাশ্যে আসায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ২০১৮ সালে দম্পতির বিচ্ছেদ ঘটে। পরবর্তীকালে শাকিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শবনম বুবলীর সঙ্গে। তাদেরও গোপন বিয়ে হয় এবং ২০২০ সালে সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। বুবলীও বিয়ে গোপন রেখেছিলেন, যা পরে প্রকাশ্যে আসে। এই ঘটনাবলী বাংলাদেশের বিনোদন ইতিহাসে এক অনন্য অধ্যায়।

Link copied!