সিনেমাকে কেন ‘বিদায়’ জানালেন অনন্ত জলিল?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:৪০ পিএম
সিনেমাকে কেন ‘বিদায়’ জানালেন অনন্ত জলিল?

গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের সংকটের মুখে পড়েছেন অভিনয়-প্রযোজক অনন্ত জলিল, যার ফলে একসময় সাভারে ১২ হাজার কর্মী নিয়ে চালানো বিশাল ফ্যাক্টরির কর্মীসংখ্যা এখন নেমে এসেছে ৪ হাজারে। এই সংকট কাটিয়ে ওঠার জন্য বর্তমানে পুরো মনোযোগ দিচ্ছেন ব্যবসায়, ফলে সিনেমাকে আপাতত বিদায় জানিয়েছেন।

 

অনন্ত জলিল বলছেন, ব্যবসার অবস্থা এত খারাপ যে অভিনয় নিয়ে ভাবার সময় নেই এবং পেন্ডিং সিনেমার কাজও শেষ করতে পারছেন না। ‘মোস্ট ওয়েলকাম’ ও ‘দিন দ্য ডে’-খ্যাত এই নায়ক-প্রযোজক বলেন, “সিনেমায় পাগল ছিলাম না, আমি বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খবর রাখতাম। ব্যবসা ভালো না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা ঠিক হবে না।” রোববার (২৫ জানুয়ারি) এক রেস্টুরেন্ট ইভেন্টে স্ত্রী আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন।

 

২০০৮ সালে প্রযোজনা-অভিনয় শুরু করেন অনন্ত জলিল, যেখানে স্ত্রী বর্ষা সব সিনেমায় সঙ্গী ছিলেন। এ প্রসঙ্গে বলেন, “যখন সিনেমায় ফিরব, দুজন একসঙ্গে করব – না হলে কেউই করব না। সিনেমা আমাদের পেশা নয়, শখের ব্যাপার।” বর্তমানে তাঁর ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ শুটিং পর্যায়ে এবং জাজের ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’-র মহরত হয়েছে কিন্তু শুটিং শুরু হয়নি। এসবের ভবিষ্যৎ নিয়ে বলেন, “ভালো সময় এলে কাজ করব, না এলে নয়। যখন কোনো কাজে সংকট আসে, তখন সেই কঠিন সময় কাটিয়ে ওঠাই আমার স্বভাব। এখন সিনেমায় পড়ে থাকলে আরও বড় সমস্যা হবে।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!