আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভারের জন্য বাংলাদেশ থেকে আবেদন করা সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছেন না।
ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে। তাদের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এই সিদ্ধান্তের পরই বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের বিষয়টি সামনে আসে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। সেই সূচি ধরেই বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে নির্ধারিত ফরম পূরণ করে ও সময়সীমার মধ্যে আইসিসিতে অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করা হয়েছিল। বাংলাদেশ দল খেলুক বা না খেলুক, পুরো বিশ্বকাপ কাভারের প্রস্তুতি নিয়েছিলেন উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক।
১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশি সাংবাদিকদের সরব উপস্থিতি ছিল। এমনকি ১৯৯৯ সালের আগেও, যখন বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়নি, তখনও বাংলাদেশের সাংবাদিকরা বিশ্বকাপ কাভার করেছেন।
ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে বাংলাদেশের মানুষের বিশ্বকাপ নিয়ে আগ্রহ বরাবরই তুঙ্গে। সে কারণেই প্রায় প্রতিটি গণমাধ্যম সংস্থাই বিশ্বকাপ কাভারের জন্য সাংবাদিক পাঠিয়ে থাকে। তবে এবারের আসরে আইসিসির সিদ্ধান্তে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ল।



































