লন্ডন মাতালেন কামরুজ্জামান রাব্বি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:৩৫ পিএম
লন্ডন মাতালেন কামরুজ্জামান রাব্বি

বাংলা ক্রেজ ইউকের আয়োজনে লন্ডনে মুগ্ধ করলেন কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। বাউল উৎসব লন্ডন ২০২৬-এ গত ১৮ জানুয়ারি লন্ডনের কলোসিয়াম স্যুটে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চ কাঁপান তিনি। বাংলাদেশ থেকে কামরুজ্জামান রাব্বি ছাড়াও অংশ নিয়েছেন সাগর বাউল ও বেলী আফরোজ।

এ ছাড়া লন্ডন থেকে প্রবাসী বাঙালি শিল্পীরাও ছিলেন মঞ্চে। তাদের মধ্যে রয়েছেন শারমিন দীপু, বাউল এম হোসেন, সাজ্জাদ নূর, বন্যা তালুকদার, বাউল ইকরাম উদ্দিন ও রানা। টিকিট শো হলেও প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে বলে জানান আয়োজকরা।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, "দারুণ একটা শো শেষ করলাম। লন্ডনের প্রবাসী বাংলাদেশিরা যে গান পাগল, সেটা আরেকবার প্রমাণিত হলো। বাংলা ক্রেজ ইউকের সিইও ফয়সাল আহমেদ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর শারমিন দীপুর অক্লান্ত পরিশ্রম আর আতিথেয়তার কথা না বললেই নয়। সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি।"

অনুষ্ঠানে লন্ডনে বসবাসরত বাঙালি মিউজিশিয়ানরাই ছিলেন যন্ত্রশিল্পী হিসেবে। তাদের মধ্যে তানিম, হাসান, রিজান ও সম্রাট উল্লেখযোগ্য। বাংলাদেশ থেকে যোগ দেওয়া শিল্পীরা ২২ জানুয়ারি দেশে ফিরেছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!